BRAKING NEWS

পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বাঁকুড়া ১৯ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে গোষ্ঠী দ্বন্দ্ব, গোঁজপ্রার্থী ও দলত্যাগের আশঙ্কায় জেরবার তৃণমূলের জেলা নেতৃত্ব। দলের বিক্ষুব্ধ অংশ ও গোঁজ প্রার্থীদের বাগে আনতে শাসকদল সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দলের অন্দরে জানিয়ে দেওয়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে বরদাস্ত করা হবে না। পাশাপাশি যে বা যারা দলের হুইপ অমান্য করে গোঁজ প্রার্থী হবেন তাদের বহিস্কার করা হবে এবং ভবিষ্যতে তাদের জন্য সব দরজা জানালা বন্ধ থাকবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।কিন্তু এই হুঁশিয়ারি দিয়েও তৃণমূল স্বস্তিতে নেই।

শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই ফরমান জানিয়ে দিলেন দলের বাঁকুড়ার পর্যবেক্ষক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সমীর চক্রবর্তী। দলের দুই সাংগঠনিক জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র এবং অলক মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সমীর বাবু। তিনি বলেন,দলের যারা নির্দল হিসেবে গোঁজ প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে লড়বেন তাদের বহিস্কার তো করা হবেই। এমনকি তারা জিতে এলেও দলের দরজা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। দল তাদের কোনোমতেই ফেরাবে না। যদি তার সমর্থন ছাড়া তৃণমূল বোর্ড গঠন করতে না পারে,সেক্ষেত্রে তৃণমূল বোর্ড গড়বে না, তবুও নির্দল গোঁজ প্রার্থীর সমর্থন নেবেনা । হাতে দুই দিন রয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।
এই দুই দিনের মধ্যে দলের যারা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করে গোঁজ প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে মনস্থির করেছেন, তাদের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য অনুরোধ জানাবেন সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার সভাপতিরা। সুত্রের খবর, যারা দলের এই অনুরোধ রাখবেন তাদের পরবর্তী কালে দল ভালো পদ দিয়ে সম্মান জানাবে। আর যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না তাদের দল বহিস্কার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *