গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : রঙিয়া এবং ধেমাজিতে পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের গাঁজা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক গৃহবধূ সহ চার মাদক কারবারিকে।
এখানে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল রবিবার মধ্যরাতে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ার ১ নম্বর ওয়ার্ডের শরিয়তপুরে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। ওই অভিযানে এক গৃহস্থের বাড়ি থেকে ১.৭৯০ কিলোগ্ৰাম গাঁজা সহ আটক করা হয় তিন মাদক পাচারকারীকে।
পুলিশের সূত্রটি জানিয়েছে, শরিয়তপুরের বাসিন্দা সিরাজ আলি এবং তার স্ত্রী মায়েশা বেগমকে গাঁজা সহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে উদিয়ানার বাসিন্দা জনৈক মজনুর আলিকে আটক করে পুলিশ।
এদিকে ধেমাজি জেলার গোগামুখে অনুরূপ এক অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্ৰাম গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোগামুখ থানার ওসি দেবানন্দ দাসের নেতৃত্বে টিঙিরি গ্রামের দিকে যাওয়ার সময় এএস ০৭ আর ৯১০২ নম্বরের একটি গ্ল্যামার বাইক সহ ফিরোজ পেগু নামের ব্যক্তিকে গাঁজা সহ আটক করা হয়। ধৃত ফিরোজের বাড়ি জিয়াধল চারিআলিতে।
জানা গেছে, এদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।