নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ধর্মনগরের সাত সঙ্গম উচ্চ বিদ্যালয়ের সিআরসি হল ঘরে সোমবার ইউথ এন্ড ইকো ক্লাবের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়৷ ফসল উৎপাদনে সার একটি অত্যাবশ্যকীয় সামগ্রী৷ বাজারে যে সার পাওয়া যায় তা ব্যবহার করে যে ফসল উৎপাদন করা হয় সেই ফসল খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হতে বাধ্য হচ্ছেন৷ সেজন্য কৃষিকাজে এসব স্বাদ ব্যবহারের প্রবণতা কমিয়ে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ ভার্মি কম্পোস্ট সার ততটা বিপদজনক নয়৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরির পরিবার বৃদ্ধি করার জন্য বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এজন্য আর্থিক সাহায্য সহ যাবতীয় সাহায্য করে চলেছে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই ধর্মনগরের সাত সঙ্গম বিদ্যালয় ধা ভার্মি কম্পোস্ট সার তৈরির উপর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ নবম ও দশম শ্রেণীর ৬০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে৷