তারকেশ্বর, ১৬ জুন (হি. স.) : তীব্র তাপপ্রবাহে জেরবার কলকাতা। এরই মধ্যে বাজ পড়ে হুগলির তারকেশ্বরে মৃত্যু হল দুইজনের। গুরুতর জখম আরও দুই ।
শুক্রবার বিকেলে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার নানা প্রান্তে। বৃষ্টি চলে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। তুমুল বৃষ্টি হয় তারকেশ্বরে । বৃষ্টির সঙ্গে পড়তে থাকে বাজ। সেই সময় মাঠে কাজ করছিলেন তারকেশ্বরের মির্জাপুর এলাকার বাসিন্দা সুরজিৎ চৌধুরী, ভঞ্জিপুর এলাকার সনৎ দাস। বাজ পড়ে তাঁদের উপর। দুজনে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, মির্জাপুরের এক ছাত্র অবিনাশ মান্না এদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তার উপরেও পড়ে বাজ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। রেখা কর্মকার এবং মানসী মান্না নামেও দুই মহিলা বাজ পড়ে জখম হয়েছেন। তাঁরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে নিষ্কৃতি মেলেনি। আগামী রবিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের আগে বর্ষা দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। বাংলায় বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত মালদহের উপরে তার অবস্থান। ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।