BRAKING NEWS

রাজ্য ক্রীড়া দপ্তরের নির্দেশিকায় শারীর শিক্ষকদের কর্মস্থলে রদবদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। শারীর শিক্ষকদের কর্মস্থলের রদবদল করা হয়েছে। এর থেকেও বড়ো খবর রাজ্যের সবকটি জেলায় ৪১ টি স্পোর্টস কোচিং সেন্টারকে ডেডিকেটেড কোচিং সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। দপ্তর থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী পি.আই, জুনিয়র পি.আই-রা নির্দিষ্ট কোচিং সেন্টারে ১৭ জুনের মধ্যে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজ, সোমবার নম্বর এফ. ১(৭-৫)-ডি ওয়াই এর এস/ ইএসটিটি/ ২০২৩/ ৩৯০১-২৮ সেহামূলে, প্রচুর সংখ্যক জুনিয়র পি.আই এবং পি.আই-দের নির্দিষ্ট কোচিং সেন্টারে জয়েন করতে বলা হয়েছে। কে কোথায় রিপোর্ট করবে তাও নোটিশে উল্লেখ রয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তির বিস্তারিত দেওয়া হতে পারে। প্রতিটি জেলাতেই পি.আই ও জুনিয়র পি.আই-দের বদলির খবর রয়েছে। যেমন উত্তর জেলার ক্ষেত্রে পাঁচটি কোচিং সেন্টারে বিভিন্ন ইভেন্টে ১৫ জন শারীর শিক্ষক, ঊনকোটি জেলার ক্ষেত্রে পাঁচটি কোচিং সেন্টারে ১৪ জন, ধলাই জেলার ক্ষেত্রে সাতটি কোচিং সেন্টারে ১৩ জন, খোয়াই জেলার ক্ষেত্রে চারটি কোচিং সেন্টারে ১৬ জন, পশ্চিম জেলার ক্ষেত্রে সাতটি কোচিং সেন্টারে ২৭ জন, সিপাহী জলা জেলায় চারটি কোচিং সেন্টারে ১৬ জন এবং গোমতী জেলায় পাঁচটি কোচিং সেন্টারে ১২ জন এবং দক্ষিণ জেলায় চারটি কোচিং সেন্টারে ১৩ জন কে যথাসময়ে জয়েন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *