BRAKING NEWS

বৃষ্টি বিঘ্নিত জে সি লীগ : ১ম ইনিংসে লিড নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস-এর তিন পয়েন্ট

জেসিসি: ১০১, ১২৯/৯

ইউ. ফ্রেন্ডস: ১৫০,

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ১২ জুন।। বৃষ্টি বিঘ্নিত তিন দিনের ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস ৩ পয়েন্ট পেয়েছে। জয়নগর ক্রিকেট ক্লাবকে প্রথম ম্যাচের মতো এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ ড্র-তে শেষ হয়েছে। বৃষ্টির থাবায় প্রথম দিনের মতো তৃতীয় দিনও আজ সোমবার অনেকটা ভেস্তে গেলেও দ্বিতীয় দিন তূলনামূলক একটু বেশি খেলা সম্ভব হয়েছিল। প্রথম দিনে ৮ উইকেটের পতন এবং দ্বিতীয় দিনে ১৪ উইকেট এর পতন পর মনে হয়েছিল আজ তৃতীয় দিনে খেলার ফয়সালা হবে। কিন্তু তৃতীয় দিনও অনেকটাই ভেস্তে গেছে বৃষ্টির কারণে। শনিবার ম্যাচ শুরুতে টস দিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ২৭ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। রবিবার, দ্বিতীয় দিনে জেসিসি ১০১ রানে ইনিংস শেষ করলে জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস ৩২.৫ ওভার খেলে ১৫০ রানে তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে নিতে বাধ্য হয়। ৪৯ রানে লিড পায় ইউনাইটেড ফ্রেন্ডস। জেসিসি দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। দুই উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছিল। আজ, মঙ্গলবার তৃতীয় তথা অন্তিম দিনে ৫৪.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান যোগ করে ১২৯ রানে পৌছলে বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময় আর খেলার পরিস্থিতি তৈরি হয়নি। সামগ্রিক খেলায় ইউনাইটেড ফ্রেন্ডসের শুভম ঘোষের ৩৯ রান এবং রজত দের ৩৬ রান এবং জেসিসি-র নিরুপম সেনের ৩৯ রান উল্লেখযোগ্য। বোলারদের মধ্যে ইউনাইটেড ফ্রেন্ডস-এর ঋত্বিক শ্রীবাস্তব ১৭ রানে চারটি উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, শুভম ঘোষ এবং জেসিসি-র শঙ্কর পালও চারটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *