BRAKING NEWS

জে সি লীগ : ম্যাচের লাগাম স্ফুলিঙ্গের হাতে ঘুরে দাঁড়ানোর প্রয়াস কসমপলিটনের

কসমোপলিটন: ১৪১, ১৪/৩

স্ফুলিঙ্গ: ২১৩,

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। ম্যাচের লাগাম স্ফুলিঙ্গের হাতে। দ্বিতীয় দিনে ১৮ উইকেটের পতন। টিসিএ আয়োজিত জেসি লীগ ২০১৯-২০ কসমোপলিটন ও স্ফুলিঙ্গের ম্যাচ অনেকটাই জমজমাট বলে যেতে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য দ্বিতীয় দিনেও প্রায় ১০ ওভার খেলা কম খেলতে হয়েছে। ইতোমধ্যে কসমোপলিটন ৫৮ রানে পিছিয়ে রয়েছে। তাদের হাতে উইকেট অক্ষত রয়েছে সাতটি। তবে কতটুকু লিড নিতে পারবে সে আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের প্রথম বেলায় পরিষ্কার হয়ে যাবে। অতঃপর স্ফুলিঙ্গ জবাবে কেমন খেলবে তার উপরও নির্ভর করছে ম্যাচের টোটাল ফলাফল। শনিবার নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে সাকূল্যে ৩১ ওভার খেলা হয়েছিল। কসমোপলিটন ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছিল। আজ, রবিবার দ্বিতীয় দিনে ১৫.৪ ওভার খেলে অবশিষ্ট ৫ উইকেটে কসমোপলিটন ২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।  ১৪১ রানে ইনিংস শেষ করলে জবাবে স্ফুলিঙ্গ ৫৬ ওভারে ২১৩ রানে তাদের ইনিংস শেষ করে। প্রথম ইনিংসে লিডের কাজ সেরে নেয়। দ্বিতীয়ত, ৭২ রানে লিড পায়। জবাবে কসমোপলিটন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৯ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। এর মধ্যে তিন উইকেট হারিয়ে একটু সঙ্গিন অবস্থায় রয়েছে,  ১৪ রান সংগ্রহ করে। দুদিনের সামগ্রিক খেলায় কসমোপলিটনের তন্ময় ঘোষ প্রথম ইনিংসে ৫৩ রান এবং ফুলিঙ্গের প্রথম ইনিংসে শ্যাম শাকিল গণের ১১২ রান ও অধিনায়ক সৌরভ দাসের ৪৬ রানের ইনিংস উল্লেখ করার মতো। বোলিংয়ে কসমোপলিটনের দেবপ্রসাদ সিংহ ৭১ রানে চারটি, চন্দন রায় তিনটি উইকেট পেয়েছে। অপরদিকে স্ফুলিঙ্গের সফল বোলার জয়দীপ ভট্টাচার্য ৩৩ রানে তিনটি উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *