নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সদর জেলা কংগ্রেস ও সেবা দলের উদ্যোগে শনিবার রাজধানী আগরতলা শহরের নেতাজি কর্নার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷ পরিবেশকে ভয়ংকর প্রবণতার হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসা খুবই জরুরী৷ দল মতের ঊধর্ে উঠে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা৷ শনিবার সদর জেলা কংগ্রেস ও সেবা দলের উদ্যোগে আগরতলা শহরের নেতাজি কর্নার এলাকায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান আশিস বাবু৷ এদিন নেতাজি কর্নারসহ আশপাশ এলাকায় বৃক্ষ রোপন করা হয়৷ বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা অভিযোগ করেন আগরতলা স্মার্ট সিটিতে উন্নীত হচ্ছে বলে দাবি করা হলেও নেতাজি কর্নার এলাকায় যে অপরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠেছে তা খুবই উদ্বেগ জনক৷ বিদ্যুৎ নিগমের তরফ থেকে নেতাজি মূর্তির পাশে একটি ট্রান্সফরমার বসানো হচ্ছে৷ এর তীব্র প্রতিবাদ জানিয়ে ট্রান্সফরমারটি অন্যত্র স্থানান্তর করার জন্য দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি প্লাস্টিক বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান৷৷