BRAKING NEWS

সমগ্র শিক্ষায় বিআরপিই মেধা তালিকায় যোগ্যদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সমগ্র শিক্ষায় বিআরপিই মেধা তালিকায় যোগ্যদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা৷ সমগ্র শিক্ষা অভিযানে লোক নিয়োগের জন্য ২০২২ সালের সেপ্ঢেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করা হয়৷ নেওয়া হয় লিখিত পরীক্ষাও৷ যেসব যোগ্যতা থাকার কথা বলা হয়েছে চাকরি প্রত্যাশিদের জন্য এর মধ্যে রয়েছে সুকলে শিক্ষকতার অভিজ্ঞতা৷ অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০৮ জনের  মেধা তালিকা প্রকাশ করা হয়েছে৷ অভিযোগ এতে প্রকৃত যোগ্যদের নাম নেই৷ অমান্য করা হয়েছে এস সি , এস টি সংরক্ষণও৷  চাকরি প্রত্যাশীদের প্রশ্ণ অভিজ্ঞতা হীন ছেলে- মেয়েদের নাম কি করে মেধা তালিকায় জায়গা করে দেওয়া হয়েছে? সমগ্র শিক্ষা অফিসে গিয়েও সদুত্তর পাচ্ছেন না৷ তাদের দাবি পুনরায় প্রকৃত যোগ্যতা সম্পন্নদের নাম রেখে মেধা তালিকা প্রকাশ করার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *