উদয়পুর, ৭ জুন (হি.স.) : আগামীকাল ৮ ও ৯ জুন উদয়পুরে থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। ডঃ ভাগবত এখানে বিদ্যা নিকেতন সেক্টর-৮ উদয়পুরে চলমান উত্তর পশ্চিম অঞ্চলের সংঘ শিক্ষা ভার্গ দ্বিতীয়বর্ষে (বিশেষ ভার্গ) স্বেচ্ছাসেবকদের গাইড করবেন।
বিভাগ সংঘচালক হেমেন্দ্র শ্রীমালী বুধবার জানান, শ্রমিকদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের জন্য গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশে তিন সপ্তাহের ইউনিয়ন শিক্ষা ক্লাসের আয়োজন করা হয়। এতে প্রথম বছর কাজ করার পর ৪০ বছরের বেশি বয়সী কর্মীরা যারা একাধিক শাখা দেখাশোনা করেন, দ্বিতীয় বছর নির্দিষ্ট এলাকা অনুযায়ী। এই ধারাবাহিকতায়, ৮ ও ৯ জুন বিশেষ দ্বিতীয় বর্ষে উদয়পুরে আসছেন সরসঙ্ঘচালক ক্লাসে শিক্ষার্থীদের সাথে পরিচিতি, অনানুষ্ঠানিক আলাপ, বুদ্ধিবৃত্তিক ও কৌতূহল সমাধান ইত্যাদির অনুষ্ঠান হবে। এদিকে, উদয়পুরে সরসঙ্ঘচালকের অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রশাসনও সংঘের পাঠদান শ্রেণী প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।