কলকাতা, ৫ জুন (হি.স.) : আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ বা এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। কোথাও কোথাও সাময়িক ঝড়-বৃষ্টি হলেও এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা গনেশ দাস এই খবর জানান ।
তিনি বলেন, গোটা রাজ্যে এই মুহূর্তে প্রাক বর্ষার কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার দাবি, এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। বঙ্গপোসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় কোনো সিস্টেম নেই। জলীয়বাষ্প এর পরিমান ও কম বাতাসে। ১০ জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ১০ জুন পর্যন্ত তাপ প্রবাহ চলবে। সোমবার বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপপ্রবাহ ছিল। বাকি জেলাতে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতাতে সোমবার তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কমবে না। কেরালাতে বর্ষা আসার এখন ও সময় হয়নি। আমাদের রাজ্যে বর্ষা এখন নয়। ১০ তারিখ পর্যন্ত গরম ও অস্বস্তি কর পরিবেশ থাকবে।