শিলচর (অসম) ৫ জুন (হি.স.) : কাছাড় জেলায় আগামী ১৩ই জুন কাছাড় জেলা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এবং আগামী ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা প্রশাসন আয়োজিত ৫ই জুন সোমবার শিলচর এস এম দেব সিভিল হাসপাতালের আমসা হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাছাড়ের উপায়ুক্ত রোহন কুমার ঝা ।
“রক্ত দিন, প্লাজমা দিন, জীবন ভাগ করুন, প্রায়শই ভাগ করুন শীর্ষক স্লোগানকে সামনে রেখে মানুষের জীবন রক্ষার্থে রক্তদানের মতো মহান কর্তব্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাসপাতালের আমসা হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ফিতা কেটে উদ্বোধন করে জেলা উপায়ুক্ত ঝা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আগামী ১৩ জুন তারিখ কাছাড়ের স্থাপনা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বিভিন্ন কার্যসূচির মধ্যে সোমবার সিভিল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যাতে করে মানুষের মধ্যে সম্বন্ধ গড়ে ওঠে এবং সর্বস্তরের মানুষ এ বিষয়টি জানতে পারেন এবং গর্ববোধ করতে পারেন ।
তিনি বলেন যে কাছাড়বাসীরা প্রথমবারের মতো বিভিন্ন কার্যসূচির মাধ্যমে জেলাটির ঐতিহাসিক মহত্ব, বরাক নদীর পাশে গড়ে ওঠা এই সভ্যতা এর গুরুত্ব ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত হতে পারেন । আজকের এই কার্যসূচির জন্য তিনি পুলিশ সুপার নোমাল মাহাতো এবং বিএসএফ জোয়ানদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে কাছাড়ের স্থাপনা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে ক্যাপিটাল পয়েন্ট থেকে সাফাই অভিযান শুরু করা হবে, এবং বেলা ১১ টায় কাছাড়ের স্থাপনা দিবস উপলক্ষে একটি থিম সং এর উন্মোচন করা হবে এবং এতে সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত থাকতে অনুরোধ জানান । রক্তদান শিবিরে পুলিশ সুপার নোমাল মাহাতো ও এ উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন । এই রক্তদানশিবিরের ইনচার্জ ডঃ রাজীব বিশ্বাস এবং সহকারী ডঃ অনিরুদ্ধ দেবনাথ সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের দ্বারা বিএসএফ এবং জেলা পুলিশের ৪২ জন জোয়ানদের রক্ত সংগ্রহ করা হয় ।