নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ দ্রুত গতির ম্যাজিক গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্থ একটি বাইক আহত দুই৷ আহতরা হলো শোহিনী সেনগুপ্ত বাড়ি কলকাতায় ও অনিমেষ নাথ বাড়ি পানিসাগরে৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ধর্মনগর কৃষ্ণপুর ট্রাই জংশনে৷ ঘটনার বিবরণে আহত শোহিনী সেনগুপ্ত থেকে জানা যায়, এদিন পানিসাগর থেকে একটি বাইকে করে ধর্মনগরের দিকে আসছিলেন দুইজন৷ ধর্মনগর রেল স্টেশন থেকে আগরতলা যাওয়ার কথা ছিল শোহিনীর৷ সেই সময় কৃষ্ণপুর এলাকা দিয়ে আসার সময় একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তারা দুইজন৷ এরপর ট্রাফিক পুলিশের গাড়ি করে তাদের নিয়ে আসা হয় ধর্মনগরে জেলা হাসপাতালে৷ বর্তমানে সেখানেই আহতদের চিকিৎসা চলছে৷ কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত অনিমেষ নাথের একটি পা ভেঙে গেছে এবং ওই মহিলাও বেশ আহত হয়েছেন৷ এদিকে এই ঘটনার পর কৃষ্ণপুর এলাকায় স্থানীয় কিছু যুবক রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে তাদের দাবি এই ঘটনা ঘটিয়েছে পুলিশ৷ তাই এই দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে হবে পুলিশকে৷ আর তা না হলে পথ অবরোধ আন্দোলন চলতে থাকবে৷ ঘটনাস্থলে ধর্মনগর থানার পুলিশ৷
দুপুর দেড়টা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা থানা এলাকার বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এল পি জি গ্যাস ট্যাংকারের নিচের পড়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাগবাসা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় মাংস বিক্রেতা মিঠন নাথ পিতা কুমুদ নাথ গ্রাম থেকে বাইক নিয়ে বেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে৷ গ্রামের রাস্তা থেকে বেরিয়ে জাতীয় সড়কে উঠতেই বাগবাসার দিক থেকে আসা নম্বরের এল পি জি গ্যাস ট্যাংকারটির সাথে সংঘর্ষ বাঁধে মিঠনের বাইকের৷ ট্যাংকার লরির ধাক্কায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক চালক৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ জড়ো হয়ে আহত মিঠনকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ স্থানীয়দের থেকে জানা যায় মৃত ব্যক্তি বাগবাসা বাজারে মাংস বিক্রি করতেন৷ ঘরে স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে৷ এদিকে দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ৷ তবে এই দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷