রায়গঞ্জ, ৩১ মে (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের রুপাহার সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর। বুধবার ঘটনাটি ঘটে। মৃতের নাম সিদ্দিক হোসেন (৫১)। বাড়ি ইটাহার থানার সুরন ২ গ্রাম পঞ্চায়েতের বালিজোল গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রুপাহার হাট থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যবসায়ীকে ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।