BRAKING NEWS

চাম্পাহাওয়রে বিস্তর পরিণামে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রচুর পরিমান শুকনো গাজা উদ্ধার করেছে৷  গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদারের নেতৃত্বে চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায়
একটি পরিত্যক্ত জায়গায় বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ টট্ট ০১ ঙ্ঝ ১৫৭১নম্বরের একটি গাড়ি থেকে ২৫ প্যাকেটে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন৷ কাউকে আটক করা সম্ভব হয়নি৷ চাম্পাহাওর থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা  অভিযানে অংশগ্রহণ করেন৷ পুলিশ গাঁজাসহ গাড়িটি থানায় নিয়ে গেছে৷ এব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে গাড়িতে গাঁজা করি নিয়ে যাওয়া হচ্ছিল৷ পুলিশ টের পেয়ে অভিযান চালানোয় তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *