নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল আমরা বাঙালি দল৷ সম্প্রতি রাইয়াবাড়িতে ছয়টি সংখ্যালঘু পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে৷ উচ্ছেদ হওয়া সবকটি পরিবার মুসলিম বাঙালি৷ বনভূমিতে পুনর্বাসন প্রাপ্ত ওইসব পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করার ঘটনা খুবই উদ্বেগ জনক বলে মন্তব্য করেছে আমরা বাঙালি দল৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলার শিবনগরে আমরা বাঙালির কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে দল৷ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপে বাস্তব্যুত হওয়া পরিবারগুলিকে সরকারি খাস জমিতে পুনর্বাসন দেওয়া হয়েছিল৷ তারা জমির পাট্টাও পেয়েছে৷ অথচ পরিকল্পিতভাবে বনদপ্তরকে লেলিয়ে দিয়ে ওইসব পরিবারকে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে আমরা বাঙালি দল৷ উচ্ছেদকৃত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দলের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷