কলকাতা, ২৫ মে (হি. স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিভিন্ন রাজনৈতিক দল বয়কট করছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন। কিন্তু, সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি। এমনই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।
কুণাল বলেন, “২০ টি রাজনৈতিক দল বয়কট করেছে। তিনটি কারণে আমরা বিরোধিতা করেছি। কেন নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর থাকতে সভারকারের জন্মদিনে সংসদ ভবন উদ্বোধন হচ্ছে। ভারতবর্ষে এরকম আর্থিক পরিস্থিতিতে এত টাকা খরচ করে সংসদ ভবন কেন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন রাষ্ট্রপতিকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করা হয়নি?”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়েই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া বাঞ্ছনীয়। বৃহস্পতিবার এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতিকে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে মামলাকারীর তরফে।