ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। ৩০ জন হবু ক্রিকেট কোচ নাম নথিভুক্ত করেছেন। প্রত্যেকেই যথারীতি রিপোর্ট করবেন আগামীকাল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ও-লেভেল কোচেস কোর্স, সেমিনার ও পরীক্ষায় বসার জন্য ইচ্ছুক প্রাক্তন ক্রিকেটারদের থেকে নাম জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ৩০ জনের নাম জমা পড়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। আগামীকাল বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট গ্রহণ অনুষ্ঠানে সবার হাতে সেমিনার ও পরীক্ষার সিডিউল এবং পড়াশোনার বিষয়বস্তু তুলে দেওয়া হবে। উল্লেখ্য, কোচেস কোর্স ক্লাস তথা সেমিনারের জন্য তিন বা চারজন ফ্যাকাল্টিও নিয়োগ করা হচ্ছে। যাঁরা তিনদিন ব্যাপী সেমিনারে ক্লাস করাবেন। আগামী ২৭, ২৮ ও ২৯ মে ও-লেভেল কোচেস কোর্সের সেমিনার অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে ৩০ মে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। তাতে যাঁরা নির্ধারিত কাট্ অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হবেন, তাঁরাই মূলতঃ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ও-লেভেল কোচ হিসাবে মনোনীত হবেন। নির্দিষ্ট সময়ে তাঁদেরকেই টিসিএ স্কুল ও কোচিং সেন্টার গুলিতে ক্রিকেট কোচ হিসেবে নিয়োগপত্র দেবে বলে সিদ্ধান্ত রয়েছে।