বি সি সি -২৫১/৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।।প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় স্কোর গড়ছে বি সি সি। প্রথম দিনের শেষে এমনই ইঙ্গিত পাওয়া গেলো। তবে এই ম্যাচ মিমাংশিত হবে না। ফলে দুদলেরই লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়া। প্রথম দিনের শেষে কিছুটা সুবিধে জনক জায়গায় রয়েছে বি সি সি। সদ্য প্রথম ডিভিশনে খেতাব জয়ী ব্লাডমাউথের বিরুদ্ধে। বাবুল দে, সাগর শর্মা, রিয়াজ উদ্দিন-দের দায়িত্বশীল ব্যাটিং স্বপ্ন দেখাতে শুরু করলো বি সি সি কর্তাদের। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে ৭৭ ওভার ব্যাট করে বি সি সি ৬ উইকেট হারিয়ে ২৫১ রান করে। সকালে ব্লাডমাউথের অধিনায়ক তুষার সাহা টসে জয়লাভ করে প্রথমে বি সি সি-কে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতেই ধাক্কা খায় বি সি সি। দ্রুত প্যাভেলিয়নে ফিরে আসেন দীপঙ্কর ভাটনাগর (৫) এবং প্রীয়ান্স মিত্র (৪)। ওই অবস্থায় প্রতিরোধ গড়ে তুলেন ওপেনার বাবুল দে এবং সাগর শর্মা। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।তৃতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৫৪ রান। বাবুল ৭৫ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। সাগর ১৪৯ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। এরপর রিয়াজ উদ্দিন এবং জনক রিয়াং প্রতিরোধ গড়ে তুলেন। তবে দুর্ভাগ্য রিয়াজ-এর। দুর্দান্ত ব্যাট করলেও মাত্র ৫ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। রিয়াজ ৬১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন । শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে বি সি সি ৭৭ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জনক ৮৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং অনুজ পাল জনক ৫৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। ব্লাডমাউথের পক্ষে মণীর হুসেন (৩/৪২) এবং সম্রাট বিশ্বাস (২/৯৫) সফল বোলার। আজ বি সি সি-র লক্ষ্য থাকবে দ্রুত ৩০০ রানের গন্ডি পার হয়ে ব্লাডের ১০ উইকেট তুলে নেওয়া। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বি সি সি: দীপঙ্কর – ৫, বাবুল – ৬৩, প্রিয়াংশ – ৪, সাগর – ৫১, রিয়াজ উদ্দিন – ৪৫, জনক – ৩৬ (ব্যাটিং), দেবরাজ – ১৫, অনুজ – ২৩ (ব্যাটিং), অতিরিক্ত – ৯, মোট – ৭৭ ওভারে ৬ উইকেটে ২৫১ রান। বোলিং: প্রলয় ১২.৪-২-৪২-১, কুমার ৯-১-৩০-০, সম্রাট ১৯-৩-৯৫-২, মনীর ২৩-১০-৪২-৩, রণদীপ ৯.২-২-২৬-০, অনীক ৩-০-১২-০, জয়ন্ত ১-০-১-০।