নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সমাজ থেকে ড্রাগস, গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্যকে পুরোপুরিভাবে নির্মলীকরণের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্ত’পক্ষের উদ্যোগে আজ থেকে প্রজেক্ট ’মুক্তি’ চালু করা হয়েছে৷ প্রজেক্ট মুক্তির মধ্য দিয়ে ত্রিপুরাকে নেশামুক্ত করে তোলার লক্ষ্যে ব্যাপকহারে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি ড্রাগ ব্যবসার সাথে যুক্তদের বিরুদ্ধে দ্রত আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ আজ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্ত’পক্ষের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্ত’পক্ষের পেট্রন ইন চিফ অপরেশ কুমার সিং মুক্তি বুকলেটের আবরণ উন্মোচন করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন৷
অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বলেন, প্রজেক্ট মুক্তি একটি অসাধারণ ও ভিন্ন ধরণের কর্মসূচি৷ এই কর্মসূচি ত্রিপুরার জনগণের জন্য নেওয়া হয়েছে৷ এই কর্মসূচির সফল বাস্তবায়ণের জন্য সকলকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নেশার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে৷ পাশাপাশি ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্ত’পক্ষের নেটওয়ার্কের মাধ্যমে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের আরও সক্রিয় করে তুলতে হবে৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি গ্রামপ’ায়েত, ভিলেজ কমিউনিটি, সামাজিক সংস্থাগুলিকেও সমানভাবে সক্রিয় হতে হবে৷ তিনি বলেন, যারা ইতিমধ্যে ড্রাগে আসক্ত হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় সুুবিধাযুক্ত ডি-অ্যাডিকশান সেন্টার পর্যাপ্ত পরিমাণে গড়ে তুলতে হবে যাতে করে আসক্তরা সহজে চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন পেতে পারেন৷ তিনি ত্রিপুরাকে ড্রাগ মুক্ত হিসেবে গড়ে তোলার কাজে সকলের সহযোগিতা চেয়েছেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্ত’পক্ষের এি’কিউটিভ চেয়ারম্যান টি অমরনাথ গৌড়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান এ লোধ, ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্ত’পক্ষের সদস্যসচিব দাতামোহন জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷ একইসাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা রাজ্য থেকে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি এ লোধ, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্ত’পক্ষের সদস্যসচিব দাতামোহন জমাতিয়া প্রমুখ ত্রিপুরাকে নেশামুক্ত করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷