দুর্গাপুর, ১৯ মে (হি. স.) ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নেতা নয়। মানুষ যেভাবে বড় হয়েছে, সেভাবে হয়নি। সেরেল্যাক বেবি। আসানসোলের নেতাদের ব্যাটরী চার্জ দিতে এসেছিল।’ শুক্রবার অন্ডালে এক কর্মসূচীতে যোগ দিতে এসে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
প্রসঙ্গত, সাম্প্রতি ডব্লউবিসিএস পরীক্ষায় হিন্দী, উর্দু, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন জিতেন্দ্র তেওয়ারী। এদিন দুর্গাপুরে তিনি এক সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে রাজ্য সরকারের উদাসীনতা ও দ্বিচারিতাকে কড়া ভাষায় আক্রমন করেন। তিনি বলেন,” পশ্চিমবঙ্গে বাংলা শেখাটা জরুরী। আমরাও শিখেছি। কিন্তু, হিন্দীভাষী স্কুলে বাংলা শিক্ষা তুলে দিয়েছেন। এখন ডব্লউবিসিএস পরীক্ষায় হিন্দী, উর্দু, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র তুলে দেওয়া র নির্দেশ দিয়েছে। বাংলা ভাষায় হিন্দীভাষীদের পরীক্ষা দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলা শেখানো বন্ধ, আবার বাংলায় প্রশ্ন যদি দেয়, স্বাভাবিক ভাবে হিন্দী ভাষাবাষিদের সমস্যা হবে।” দুদিন আগে নব জোয়ার কর্মসূচীতে এসে লাউদোহার জনসভা থেকে জিতেন্দ্র তেওয়ারীকে বড় কয়লা চোর বলে আক্রমন করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে অন্ডালের এক কর্মসূচীতে এসে জিতেন্দ্র তেওয়ারী বলেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নেতা নয়। মানুষ যেভাবে বড় হয়েছে, সেভাবে হয়নি। সেরেল্যাক বেবি।”
তিনি আরও বলেন,” নব জোয়ারের নামে আসানসোল- দুর্গাপুরের নেতাদের ব্যাটারি চার্জ দিতে এসেছিলেন। তাতে কোন লাভ হবে না। এখানের নেতাদের ফিউজ আমাদের হাতে আছে। যেকোনো সময় খুলে নেব।”