BRAKING NEWS

টাইগার জখমি হ্যায়….’, ছবি পোস্ট সলমনের


মুম্বই, ১৮ মে (হি. স.) : ‘টাইগার ৩’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত সলমন খান। ছবি শেয়ার করে নিজেই ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান।

বৃহস্পতিবার বিকেলে সলমন নিজের ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, তা দেকে শোরগোল পড়ে গিয়েছে। সেখানেই দেখা গেল, উন্মুক্ত শরীর। ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ভাইজান। তবে নজর কাড়ল, অভিনেতার কাঁধের টেপ। সাধারণত, চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এইধরণের টেপ ব্যবহার করা হয়।

ছবির ক্যাপশনে সলমন লিখেছেন- “যখন কেউ ভাবে যে সে সারা বিশ্বের ওজন তাঁর নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাঁকে বলি আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও।” সেই সঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

সূত্রের খবর, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সলমন খান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ভাইজান-ভক্তদের। বলিউড সুপারস্টারের পোস্টের কমেন্ট বক্সে উঁকি দিয়েই তা বেশ বোঝা গেল। কেউ সলমন খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আবার কারও মন্তব্য, “আহত বাঘ সবথেকে বেশি ভয়ঙ্কর।” চলতি বছরের নভেম্বর মাসেই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *