মুম্বই, ১৮ মে (হি.স.) : সপ্তাহের চতুর্থ দিনে পতন শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজারে চলছে প্রত্যাশিত সংশোধন। এদিন সেনসেক্স নামল সাড়ে ৬১ হাজারের নীচে। এদিন সেনসেক্সের পতন হয়েছে ১২৮.৯০ পয়েন্ট বা ০.২১ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৩১.৭৪ পয়েন্টে। পাশাপাশি এদিন নিফটি-র পতন ৫১.৮০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ১২৯.৯৫ পয়েন্ট।
এদিন নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১২টিতে অগ্রগতি হয়েছে পিছিয়েছে ৩৮টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৭৫২টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১১৮৩টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে বাজাজ ফিন্যান্স, কোটাক ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক প্রভৃতি কোম্পানি শেয়ার। পিছু হটেছে ডিভি’স ল্যাব, আদানি পোর্টস, স্টেট ব্যাঙ্ক, আইটিসি প্রভৃতি কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার আদানি গ্রুপের বড় ৯টি কোম্পানির সবকটিই বড় মাঝারি পতনের মুখ দেখেছে।