জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  সুকল শিক্ষা- স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু৷ শুক্রবার পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে সূচনা হয় কর্মশালার৷পাঁচ দিন ব্যাপী চলবে এই কর্মশালা৷ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটি এবং পশ্চিম জেলা শিক্ষা দাহিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচী৷ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের স্টেট প্রোগ্রাম অফিসার নীলাঞ্জন ভট্টাচার্য্য, সদস্য সচিব কমল বিং, জেলা শিক্ষা আধিকারিক রূপণ রায় সহ অন্যরা৷ আয়ুষ্মান ভারতের অধীনে এই কর্মসশালা করা হচ্ছে৷ শিক্ষা ও স্বাস্থ্য সম্মিলিত ভাবে কিভাবে বিদ্যালয়ের ছাত্রদের সুস্থ রাখতে দেওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হবে৷