BRAKING NEWS

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে চালু নতুন প্রকল্প ‘আয়ুষ্মান অসম’রেশন কাৰ্ডধারী ৩২ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : তাঁর সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যে চালু করেছেন নতুন প্রকল্প ‘আয়ুষ্মান অসম’। শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা’র অধীনে নতুন এই প্রকল্পের শুভ সূচনা করেছেন হিমন্তবিশ্ব শর্মা।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্ৰী কেশব মহন্ত, অর্থমন্ত্রী অজন্তা নেওগ সহ তাঁর মন্ত্রিসভার প্ৰায় সব সদস্য, বিটিসি-প্রধান প্রমোদ বড়ো, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, বেশ কয়েকজন বিধায়ক প্রমুখ প্রশাসনিক শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘আয়ুষ্মান অসম’-এর সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের প্ৰতিটি প্ৰান্তের জনসাধারণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার দিন থেকে সৰ্বতোপ্ৰকারের প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করে আসছে৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ার মতাদৰ্শের প্ৰতি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর বিশ্বাসে অনুপ্ৰাণিত হয়ে আজ এই প্রকল্প চালু করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘অসম সরকারের সামাজিক খণ্ডের গুরুত্বপূৰ্ণ প্রকল্প আয়ুষ্মান অসম-মুখ্যমন্ত্ৰী জন আরোগ্য যোজনার প্রচলন করে অত্যন্ত আনন্দিত আমি। এই যোজনার অধীনে রেশন কাৰ্ডধারী ৩২ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা প্ৰদান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি সমাজের আৰ্থিকভাবে অনগ্ৰসর শ্ৰেণিভুক্ত জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূৰ্ণ ভূমিকা নেবে বলে গভীরভাবে আশাবাদী আমি।’

ড. শর্মা জানান, এই প্রকল্প অসমের ৩০০-এর বেশি হাসপাতাল এবং ভারতের দুই থেকে তিন হাজার হাসপাতালে প্রযোজ্য হবে।

প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জোরের সঙ্গে বলেন, গত দু-বছরে রাজ্যের জনতা এবং তাঁর সহকর্মীদের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা এবং সমর্থন পেয়েছেন তা প্রত্যাশাতীত। রাজ্য সরকার মাত্র দু বছরে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে, তা স্বাস্থ্য পরিকাঠামো হোক কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি, প্ৰায় সব ক্ষেত্ৰেই এগিয়ে চলেছে অসম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *