করিমগঞ্জ (অসম), ১০ মে (হি.স.) : মামার বাড়িতে ঘুরতে এসে লঙ্গাই নদীর জলে ডুবে মৃত্যু হলো যুবকের । ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বুধবার করিমগঞ্জের রাহাতপুরে । মৃত যুবকের নাম মিসবাহ আহমেদ । মূলতঃ দক্ষিণ করিমগঞ্জের ডাউয়াকুড়ির বাসিন্দা হলে দীর্ঘদিন তারা দীর্ঘদিন থেকে কোহিমায় থাকতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ বিকালে লঙ্গাই নদী থেকে লাশ উদ্ধার হয় তার । নদীর জলে সাঁতার কেটে স্নান করে গেলে দুর্ঘটনাটি ঘটে । স্নান থেকে বাড়ি ফিরে না আসায় বিকালের দিকে শুরু হয় খোঁজাখুঁজি । এরপর নদীর জল থেকে তার লাশ উদ্ধার করা হয় । এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালে । ঘটনায় শোকের ছায়া পরিচিত মহলে । মৃতের পরিবারকে এককালীন সরকারী আর্থিক সাহায্যের দাবি উঠেছে ।