BRAKING NEWS

শ্রীশ্রী মা আনন্দময়ীর আবির্ভাব দিবস উপলক্ষে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ শ্রীশ্রী মা আনন্দময়ী মায়ের ১২৮তম শুভ আবির্ভাব  দিবস উপলক্ষে আগরতলার আনন্দময়ী আশ্রমে সপ্তাহব্যাপী নানা সামাজিক ও ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তারই তারই অঙ্গ হিসেবে সোমবার মন্দির প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় বস্ত্রদান শিবির৷   গত ৩রা মে থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি৷ চলবে মঙ্গলবার অর্থাৎ নয় মে পর্যন্ত৷ শ্রী শ্রী মা আনন্দময়ীর আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ প্রচারণা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ উপলক্ষে সোমবার মন্দির প্রাঙ্গণে দুস্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপর্োরেটর হিমানী দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ ধর্মীয় অনুষ্ঠানে ধর্মপ্রাণ সকল অংশের মানুষের সানুগ্রহ উপস্থিতি আহবান করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *