ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে তেলিয়ামুড়া। হোক না নিয়ম রক্ষার ম্যাচ। চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয়। বিশেষ করে জয় দিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটাই আলাদা। তাও মোহনপুরের মত শক্তিশালী দলকে ৪৮ রানের ব্যবধানে হারিয়ে। তেলিয়ামুড়া এবারের মরশুমে অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে তেলিয়ামুড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয়জিৎ সাহার ২৯ রান এবং শান্তনু দাসের ২৮ রান উল্লেখযোগ্য। তবে অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩৭ রান তাদের অনেকটা সহযোগিতা হয়েছে। মোহনপুরের সপ্তদ্বীপ দত্ত ও অন্তরীপ সাহা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ৩৬.২ খেলে ১২৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তেলিয়ামুড়ার তৈজান দেববর্মা ছয় রানে তিনটি এবং দিব্যজীৎ দাস ২৪ রানে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়াও অধিনায়ক শান্তনু দাস পেয়েছে দুটি উইকেট। মোহনপুরের জয়ন্ত বিশ্বাস সর্বাধিক ২৯ রান পায়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শান্তনু পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2023-04-17