বিহারের জামুইতে আচমকা ব্রেকের কারণে জনশতাব্দী এক্সপ্রেসের চাকায় আগুন

পটনা, ৬ এপ্রিল(হি.স.) : বিহারের জামুই জেলায় একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল। বৃহস্পতিবার সকালে জামুইতে ‘ব্রেক বাইন্ডিং’-র কারণে জনশতাব্দী এক্সপ্রেসের একটি চাকায় আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও খবর নেই।আসলে হাওড়া যাচ্ছিল জন শতাব্দী এক্সপ্রেস। এদিকে ভালুই ও কুন্দেরের মধ্যে ২৩ডি-১৬ নম্বর স্লিপার বগির চাকায় আগুন লেগে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ৩৯৯/২৪ নম্বর পোলের কাছে এ ঘটনা ঘটে। এরপর টেকনিক্যাল টিম ডেকে ট্রেনটি পাঠানো হয়।

জামুই স্টেশন মাস্টার নীতীশ কুমার জানিয়েছেন, জনশতাব্দী এক্সপ্রেসে ব্রেক বাঁধার কারণে আগুন লেগেছে। ‘ব্রেক বাইন্ডিং’ একটি প্রযুক্তিগত সমস্যা যেখানে ব্রেক জ্যাম হয়ে যায়। একারণে আগুন এবং ধোঁয়া উৎপন্ন হয়।