জেসিসি:- ২৯৭/৯(৫০)
শতদল:- ১৬৩/১০(৩৬)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। শতদলকে সহজে হারিয়ে ঘুরে দাঁড়ালো জেসিসি। প্রথম ম্যাচ ইউনাইটেড ফ্রেন্ডসের কাছে এবং তৃতীয় ম্যাচে স্ফুলিঙ্গের কাছে হার স্বীকার করলেও মাঝে কসমোপলিটন-কে হারানোর পর জেসিসগ তৃতীয় স্থানে উঠে এসেছিল। আজ, সোমবার শতদল সংঘকে ১৩৪ রানে হারিয়ে পুনরায় জেসিসি দুর্দান্ত জয়ের সুবাদে তৃতীয় শীর্ষে উঠে এসেছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। সকালে ম্যাচ শুরুতে টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহিত ঘোষের ৬২ রান এবং রিমন সাহার ৫৩ রানের পাশাপাশি ওপেনার তেজস্বী জয়সোয়ালের ৪৮ রান এবং শংকর পালের ৩৫ রান উল্লেখ করার মতো। শতদলের জয়দীপ দেব তিনটি এবং ভিকি সাহা ও শাদব খান দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। অরিন্দম বর্মন (৫৫) ও দীপায়ন দেববর্মার (৫১) ব্যাটে কিছুটা রান এলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ৩৬ ওভার খেলে শতদল সংঘ ১৬৩ রানে ইনিংস শেষ করে নেয়। জেসিসির তুষার সাহা, অমরেশ দাস ও শংকর পাল প্রত্যেকে তিনটি করে উইকেট পেয়েছে। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে শংকর পাল পেয়েছে ম্যান প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।