BRAKING NEWS

কল্যাণপুর হত্যাকাণ্ডে রাজনীতির সম্পর্ক নেই, দাবি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ কল্যানপুর থানা এলাকার দ্বারিকাপুরে দিলীপ শুক্রবার হত্যাকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক কারণ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পুলিশ৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দুই প্রতিবেশীর মধ্যে পারিবারিক ঝামেলা থেকেই মারপিটের ঘটনা৷ এতেই আহত হন দিলিপ  শুক্ল দাস নামে এক ব্যক্তি৷ শনিবার রাতেই খোয়াই জেলা হাসপাতালে থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয় দিলিপ শুক্ল দাসের৷ রবিবার কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুরে দিলিপ শুক্ল দাসের মৃত্যুর ঘটনা সম্পর্কে স্পষ্টী করণ দিতে গিয়ে এই কথা জানান খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দাস৷  পারিবারিক বিষয়কে কেন্দ্রে করে মারপিটের ঘটনার জেরে দিলিপ শুক্ল দাসের  মৃত্যু হয়েছে৷ এই ঘটনার  তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ আটক অভিযুক্তের নাম কৃষ্ণ কমল দাস৷  এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷  তদন্তে কারোর নাম উঠে এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ তবে এই ঘটনার সাথে কোন রাজনৈতিক সম্পর্ক নেই৷ রবিবার কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুরে দিলিপ শুক্ল দাসের মৃত্যুর ঘটনা সম্পর্কে স্পষ্টীকরণ দিতে গিয়ে এই কথা জানান খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *