গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে যোগবাণী ও আনন্দবিহার টার্মিনালের মধ্যে উভয় দিক থেকে দুটি ট্রিপের জন্য একটি হোলি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, উভয় দিক থেকে আরও ১৩টি ট্রিপের জন্য আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৪০৬৪ নম্বর আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী স্পেশাল ট্রেনটি ৪ এবং ১১ মার্চ (২০২৩) ১৫.৩০ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল থেকে রওয়ানা দিয়ে পরের দিন ২২.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৪০৬৩ যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি ৬ এবং ১৩ মার্চ (২০২৩) ০১.২০ ঘণ্টায় যোগবাণী থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১১.১০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। উভয় দিকে যাত্রার সময় এই স্পেশাল ট্রেনটি ফরবেশগঞ্জ, কাটিহার, ছাপরা, লখনউ, বেরেইলি, মোরাদাবাদ স্টেশন হয়ে চলাচল করবে। এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ সহ মোট ২৩টি কোচ থাকবে এই ট্রেনে। এই রুটে অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
এছাড়া, ট্রেন নম্বর ০৭০৩০ সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল ট্রেনের পরিষেবা ৬ মার্চ (২০২৩) থেকে ২৯ মে (২০২৩) পর্যন্ত প্রত্যেক সোমবার করে বৃদ্ধি করা হয়েছে। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বৃহস্পতিবার ০৩.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা ১০ মার্চ (২০২৩) থেকে ২ জুন (২০২৩) পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে বৃদ্ধি করা হয়েছে। ট্রেনটি আগরতলা থেকে ০৬.১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবিবার ১৬.১৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য এক প্রেস বার্তায় যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।