আমবাসা(ত্রিপুরা), ১৬ ফেব্রুয়ারি(হি. স.) : জাতি-জনজাতি অংশের মানুষের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ধলাই জেলায় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হল।
এদিন সকাল থেকেই ধলাই জেলার ছ’টি বিধানসভা কেন্দ্রের পোলিং বুথগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। চিরাচরিত উৎসাহ ও উদ্দীপণার সঙ্গে নতুন ভোটার থেকে প্রবীণরা ভোট দিয়েছেন। নিজেদের প্রতিক্রিয়ায় ভোটাররা জানিয়েছেন, কোন অসুবিধা ছাড়া ভয়মুক্ত পরিবেশে ভোট দিচ্ছেন তাঁরা।
এদিকে, ৪৪ রাইমাভ্যালির চারটি, ৪৫ কমলপুর কেন্দ্রের চারটি জায়গায় এবং ৪৬ সুরমা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ায় কিছুটা ধীর গতিতে চলেছে ভোট। তবে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। শাসক দলের পক্ষ থেকে নির্বাচক মন্ডলীকে অভিনন্দন জানানো হয়েছে। এদিকে বিকাল পাঁচটার পরেও কিছু কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় গড়ে ভোট পড়েছে প্রায় ৮৩ শতাংশ।