BRAKING NEWS

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু বেড়ে ৪১,৯৮৭

আঙ্কারা–দামাস্কাস, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৮৭ জনে। বৃহস্পতিবার উভয় দেশের প্রাপ্ত তথ্য থেকে এমনটাই জানা গেছে । এদিন তুরস্কের কর্তৃপক্ষ বলছে, সেদেশে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া সরকার ও রাষ্ট্রসংঘ বলছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে।

৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই বিধ্বংসী ভূমিকম্পে কেবল তুরস্কে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেদেশের আধিকারিকদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এমনটাই জানা গেছে । উদ্ধারকারীরা তাদের কাজ অব্যহত রেখেছেন । মৃত দেহের পাশাপাশি এখনও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছেন। ২২৮ ঘণ্টা পর তুরস্কের আন্তাকিয়ায় ভবনের ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর অনেক দেশ তুরস্কের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহায়তা আসছে।

অন্যদিকে, এপর্যন্ত সিরিয়ায় মৃত্যু বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮০০। আজ এমনটাই জানা গেছে সিরিয়া সরকার ও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর-পশ্চিম সিরিয়া হল বড় উদ্বেগের জায়গা। সেখানে ত্রাণ বিতরণে ধীরগতির কারণে অসন্তোষ বাড়ছে।

রাষ্ট্রসংঘ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ লক্ষ সিরিয়ানের আশ্রয়, স্বাস্থ্যসেবা ও খাদ্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *