নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে প্রস্তুত রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানরা৷রাত পোহালেই ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত৷ ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে সকাল থেকেই রওনা হয়ে গেছেন৷ রাজ্যের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে৷ ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তেও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ সীমান্তরকি বাহিনীর জোয়ানরা সীমান্ত এলাকায় বিরামহীন টহল দিচ্ছেন৷ কাঁটাতারের বেড়া টপকে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে তীক্ষ্ন নজরদারি বজায় রাখা হচ্ছে৷ সীমান্ত পাহাড়ার দায়িত্বে থাকা বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন সীমান্তে কোন ধরনের অঘটন ঘটতে দেওয়া হবে না৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিএসএফের জোয়ানরা সতর্ক রয়েছে৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গেও বিএসএফের কর্মকর্তারা কথা বলেছেন৷ কোন ধরনের অনুপ্রবেশ কিংবা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বিএসএফের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নিরাপত্তায় কোন ধরনের ঘাটতি নেই৷ ভোট করব শান্তিপূর্ণ করার লক্ষ্যেই বিএসএফ এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএসএফের অধিকারিক৷