ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। একটা পরাজয় ইস্ট জোনকে অনেকটা পিছিয়ে দিয়েছে। সাউথ জোন, সেন্ট্রাল জোনের সঙ্গে ইস্ট জোনের পয়েন্ট সমসংখ্যক ৮ হলেও রানের গড়ে ইস্ট জোনের অবস্থান এখন চতুর্থ শীর্ষে। এদিকে নর্থ জোন পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাট্রিক করে তালিকার শীর্ষে উঠে এসেছে। ইস্ট জোনকে আজ প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয়েছে সেন্ট্রাল জোন থেকে। বিসিসিআই আয়োজিত সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা হচ্ছে হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। মেয়ের শুরুতে টসে জিতে ইস্ট জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সেন্ট্রাল জোন নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোনা-র ৭৩ রান আরুশীর ৫১ রান বেশ উল্লেখযোগ্য। ইস্ট জোনের বোলার এ পাতিল ৪৭ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, অশ্বিনী, মমতা পাসোয়ান এবং মিতা পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্য নয় ওভার বল করে ৪২ রান দিয়েছে তবে কোনও উইকেট দখল করতে পারেনি। পাল্টা ব্যাট করতে নেমে ইস্ট জোন কিছুটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ৪৬.৪ ওভার খেলে ১৭৭ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে ধারা গুজ্জার সর্বাধিক ৩৯ রান পায়। এছাড়া, এ পাতিলের ৩৬ রান ও অশ্বিনীর ৩৪ রান উল্লেখ করার মতো। এছাড়া, সুশ্রী দিবদর্শিনির অপরাজিত ২৭ রান এবং পি বালা ১৭ রান সংগ্রহ করেছে। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্য ১৮ বল খেলে একটি বাউন্ডারি সহযোগে ৮ রান এবং রিজু সাহা ২০ বল খেলে চার রান সংগ্রহ করেছে।