রায়গঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুরে চারদিন ধরে নিখোঁজ থাকার পর বাঁশ বাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ফাঁস লাগানো দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে জেলার রায়গঞ্জের ১১ নম্বর বিরঘই অঞ্চলের মহিষবাথান এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ললিত বর্মন (৫৭)। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। যদিও ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
জানা গিয়েছে, ললিত বর্মন দিনমজুরের কাজ করতেন। মেয়ের বিয়ে দেওয়ার পর স্বামী-স্ত্রী গ্রামেই থাকতেন। গ্রামের মানুষের দাবি, খুব রসিক মানুষ ছিলেন তিনি। সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাই কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতের দাগ রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই মৃত্যুর কারণ নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন বলেন, ‘ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আসল ঘটনা। তবে আমরা তদন্ত শুরু করেছি।‘