করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : প্রাচীন উৎসব ঘুড়ি উৎসব। মোঘল আমল থেকে ঘুড়ি উৎসব পালিত হয়ে আসলেও বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে। তবে সেই সংস্কৃতি টিঁকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন করিমগঞ্জ জেলার শনবিল সমাজ সংস্কৃতি কর্মীরা।
প্রতিবছরই সংস্থার পক্ষ থেকে শনবিল অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ব্যতিক্রম হয়নি এবারও। আজ রবিবার শনবিলে অনুষ্ঠিত হয় পঞ্চম শনবিল ঘুড়ি উৎসব। উৎসবকে কেন্দ্র করে আলপনা আঁকা, ধামাইল প্রতিযোগিতার পাশাপাশি মাঠে প্রায় বিভিন্ন রকমের ২৫০টি ঘুড়ি ওড়তে দেখা যায়। বড় ধরনের ঘুড়িকে মাছ, বকের আদলে তৈরি করে ছোট ছোট বাচ্চারা নীল আকাশে ওড়ায়। বিভিন্ন জায়গা থেকে এই ঘুড়ি উৎসবে প্রচুর মানুষ শামিল হন।
সন্ধ্যা ৫-টা পর্যন্ত চলে এই ঘুড়ি উৎসব। দূরদুরান্ত থেকে আগত মানুষদের মুগ্ধ করে দেয় এই অনুষ্ঠান। মনোমুগ্ধকর পরিবেশে এবারের ঘুড়ি উৎসব সম্পন্ন হওয়ায় শনবিল সমাজ সংস্কৃতি কর্মীবৃন্দের পক্ষ থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।