কিশনগঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): পাচারের আগেই ২৫টি মহিষ উদ্ধার করল সেনাবাহিনী। শনিবার এসএসবি ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ৩১ নম্বর জাতীয় সড়কে ফারিংগোলা আবগারি চেকপোস্টের কাছে একটি ট্রাক থেকে মহিষগুলি উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করে । রবিবার আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।
এসএসবি ১২ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট মুন্না সিং জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি কিশনগঞ্জ পুলিশের সাহায্যে পানজীপাড়াগামী একটি ট্রাককে আটক করা হয়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকেই ২৫টি মহিষ ও ৩২ হাজার ৯৩০ টাকা সহ চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মহম্মদ শাহজাদ, মহম্মদ আকরাম, মহম্মদ রিজওয়ান সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
রবিবার আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।