করিমগঞ্জ (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : ফের সীমান্ত শহর করিমগঞ্জে ঘটে গেলো আরো এক চুরি কান্ড। শহরে একের পর এক চুরি কান্ড ঘটে গেলে এতে নির্বিকার করিমগঞ্জ সদর পুলিশ। শনিবার রাতে জেলার পুলিশ সুপারের সরকারি আবাস থেকে ৫০ মিটার দূরত্বে থাকা শহরের ইউসি দত্ত লেনের বাসিন্দা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মী দেবব্রত দেবরায়ের বাড়িতে নিশিকুটুম্বের হানায় করিমগঞ্জের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গেছে, বাড়ির জানালা ভেঙে চুরের দল আলমারি ভেঙে হাতিয়ে নেয় নগদ টাকা সহ আলমারিতে থাকা স্বর্ণালকার। সকালে ঘটনা প্রকাশ্যে আসলে খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর পুলিশ থানায়। এর পর পুলিশের একটি দল ছুটে এসে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু চুরির ঘটনা নিয়ে কোনও ধরনের সাফল্যের খবর পাওয়া যায়নি।
ঘটনা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যকর্মী দেবব্রতবাবু জানান, ইউসি দত্ত লেনে এর আগে কোনও দিনই চুরি কান্ড ঘটেনি। কাছেই রয়েছে পুলিশ সুপারের সরকারি আবাস। যার কারনে আবাসের সামনে নিরাপত্তা রক্ষীরা ডিউটিতে থাকেন। এই ঘটনা নিয়ে তাঁরা আতঙ্কিত। জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ছিলেন তারা। কিন্তু পিছনের জানালা ভেঙে চুরি কান্ড সংঘটিত করে নিশিকুটুম্ভের দল।