তেহরান, ১৮ জানুয়ারি (হি.স.): ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে । তবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। তবে ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইরানের অবস্থান ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটনিক প্লেটের সীমানায়। দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
১৯৯০ সালে ইরানে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ওই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েন দেশটির অন্তত পাঁচ লাখ মানুষ।
এছাড়া ২০০৩ সালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত হন ছয় শতাধিক মানুষ।