ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। ভূপেন দত্ত ভৌমিক স্মৃতি রাজ্য টেনিস প্রতিযোগিতা আগামীকাল শেষ হচ্ছে। ২৬ তম ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিয়ানশীপ এর শনিবার ছিলো দ্বিতীয় দিন। সকালে মালঞ্চ নিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে ৮টা থেকে পুরুষ বিভাগের ডাবলস ম্যাচ দিয়ে শুরু হয়।
কোয়ার্টার ফাইনালে অমিত ভিকি জুটি রাজীব খান জুটিকে বাই, লালন শশাঙ্ক জুটি সৃজন রামগোপাল জুটিকে ৮ – ০, সুভাশিষ তুইজিলাং জুটি নোয়াই এটিক জুটিকে ৮ – ০, মিনা কৃষ্ণ জুটি মুকেশ মনোরঞ্জন জুটিকে ৮ – ৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে। প্রথম সেমিফাইনাল ম্যাচে অমিত ভিকি জুটি ৬ – ২, ৬ – ০ লালন শশাঙ্ক জুটিকে, দ্বিতীয় সেমিফাইনালে সুভাশিষ তুইজিলাং জুটি ৬ – ২, ৬ – ৪ পয়েন্টে মিনা কৃষ্ণ জুটিকে হারিয়ে ফাইনালে উঠে। সিঙ্গেলস প্রথম সেমিফাইনালে তুইজিলাং দেববর্মা ৬ – ১, ৬ – ০ পয়েন্টে সুভাশিষ দেববর্মাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে অমিত রিয়াং ৪ – ৬, ৬ – ৩, ৬ – ৩ পয়েন্টে উমেশ কুমার মিনাকে দুর্দান্তভাবে পরাজিত করে ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে সেমিফাইনাল সহ আজকের সব খেলাগুলি ছিল খুব আকর্ষণীয়। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ। এদিকে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে প্রথমে পুরুষ বিভাগের ডাবলস তারপর মহিলা বিভাগের সিঙ্গেলস এবং সর্বশেষ পুরুষ বিভাগের সিঙ্গেলস ফাইনাল ম্যাচের খেলা গুলি অনুষ্ঠিত হবে।