ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। সেমিফাইনালে ফের অঘটন। স্ট্রাইকার্সকে হারিয়ে স্টার্স-এর চমক। সেমিফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে সিপাহীজলা স্টার্স ফাইনালে পৌঁছুলো। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ, শনিবার সিপাহীজলা স্টার্স ৬ উইকেটের ব্যবধানে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কুয়াশা ও মন্দালোকের জন্য দেড় ঘন্টা অপেক্ষার পর ম্যাচ শুরু করতে হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে নয় ওভারে ম্যাচ করা হয়। টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সীমিত নয় ওভারে ছয় উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অধিনায়ক মৌচৈতি দেবনাথের সর্বাধিক ৪১ রান এবং মামন রবিদাসের ২১ রান উল্লেখযোগ্য। সিপাহীজলা স্টার্স-এর নিকিতা দেবনাথ ২২ রানে দুইটি এবং সুরভী রায়, সোমা পাল ও রুমা দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সিপাহীজলা স্টার্স ঠিক চার বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলীয় ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে স্টার্স কিছুটা সমস্যায় পড়লেও নিকিতা দেবনাথ এবং সুরভী রায়ের জুটি দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেয়। নিকিতা সর্বাধিক ২৮ রান সংগ্রহ করে দলের জয় অনেকটা নিশ্চিত করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। শেষে পঞ্চম উইকেটের জুটিতে সুরভী রায় ও অনন্যা দেবনাথের জুটি দুর্দান্তভাবে দলকে জয় এনে দেয়। সুরভী ১৪ রানে এবং অনন্যা ১০ রানে অপরাজিত থাকে। স্ট্রাইকার্স-এর প্রিয়াঙ্কা দাস দুইটি এবং মামন রবিদাস একটি উইকেট পেয়েছে।