ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। টাইটান্স-এরও বিদায়। এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে রাইডার্স ফাইনালে পৌঁছায়। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের সেমিফাইনাল এর দুটো ম্যাচেই চমৎকার ফলাফল হয়েছে। রাউন্ড রবিন লীগে ক্রমান্বয়ে দাপটের সঙ্গে খেলে তালিকার শীর্ষস্থান বজায় রেখে সেমিফাইনালে উন্নীত হলেও শেষ চারের লড়াইয়ে নকআউট হতে হলো ওয়েস্ট ত্রিপুরা টাইটান্সকে। মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে বেলা সাড়ে বারোটা নাগাদ দ্বিতীয় সেমিফাইনাল তথা দিনের দ্বিতীয় ম্যাচ শুরুতে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে তারা ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক রিজু সাহা সর্বাধিক ৩০ রান পায়। এছাড়া সুলক্ষণা রায়ের ১৫ রান ও মেঘা সরকারের ১০ রান উল্লেখ করার মতো। রাইডার্সের শিউলি চক্রবর্তী ২২ রানের বিনিময়ে তিনটি এবং সেবিকা দাস আট রানে দুটি উইকেট তুলে নেয়। এছাড়া, নিবেদিতা দাস, পূজা দাস ও প্রিয়া সূত্রধর প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড নর্থ রাইডার্স-এর শিউলি চক্রবর্তী একাই যেন ম্যাচটাকে জিতে নেয়। দলীয় ৩১ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে কিছুটা প্রমাদ গুনলেও শিউলি চক্রবর্তী, পূজা দাসের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের কাছাকাছি পৌঁছায়। শেষ দিকে নয় রানের মধ্যে আরও চারটি উইকেটের পতন ঘটলে টাইটান্স নিশ্চিত জয়ের প্রহর গুনতে থাকে। শেষ পর্যন্ত শিউলি চক্রবর্তী আপ্রাণ লড়ে নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার ঠিক এক বল বাকি থাকতেই দলকে রোমাঞ্চকর ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ইউনাইটেড নর্থ রাইডার্স ২ উইকেটে জয়ী হয়ে ফাইনালের ছাড়পত্র পায়। শিউলি চক্রবর্তী বলে এবং ব্যাটে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। টাইটান্স-এর মমিতা দেব তিনটি এবং রিফু দেববর্মা ও মাম্পি দেবনাথ একটি করে উইকেট পেয়েছিল।