BRAKING NEWS

স্টার্স-কে হারিয়ে টাইটানস-এর চমক প্রত্যাশিত জয় ওয়েস্ট স্ট্রাইকার্সদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় টাইটান্স-এর। স্টার্স-কে হারিয়ে চমক তৈরি করেছে টাইটান্স। উদ্বোধনী ম্যাচে জয় পেলো ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স। ৩৪ রানে পরাজিত করলো সিপাহীজলা স্টার্স-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত উইমেন্স টি-‌২০ ক্রিকেটে। আই পি এলের ধাঁচে এবারই প্রথম শুরু হলো ওই আসর। লক্ষ্য, নতুন প্রতিভা বের করে আনা। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় ওয়েস্ট ত্রিপুরা টাইটান্সের গড়া ১০৮ রানের জবাবে সিপাহীজলা স্টার্স ৭৪ রান করতে সক্ষম হয়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিপাহীজলা স্টার্স-এর অধিনায়িকা। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স নির্ধারিত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান করে। শুরুতেই ২ উইকেটের পতনের পর দলের হযে রুখে দাড়ান সুলক্ষ্মনা রায় এবং দলনায়িকা ঋজু সাহা। ওই জুটি প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে ১০৮ রানে পৌঁছে দেন। সুলক্ষ্মণা ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রানে এবং ঋজু ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে অপরাজিত থেকে যান। সিপাহীজলা স্টারের পক্ষে নমিতা নাথ (১/‌২২‌) উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে সিপাহীজলা স্টার নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুপ্রিয়া দাস ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং সুরভি রায় ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ওয়েস্ট ত্রিপুরা টাইটান্সের পক্ষে তনুশ্রী সাহা (‌২/‌১২) এবং মাম্পি দেবনাথ (‌২/‌১২) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সুলক্ষ্মণা রায়। ‌‌‌

জয়ী ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স

একই মাঠে বেলা সাড়ে বারোটায় লীগের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে স্ট্রাইকার্স, ওয়ারীয়র্স-কে হারিয়ে।

বল হাতে দুরন্ত হিরামণি গৌর। হিরামণির দুরন্ত বোলিংয়ে জয় পেলো ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স। ৫৬ রানে পরাজিত করলো ধলাই ওয়ারিয়র্সকে। ম্যাচ শুরুতে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১২৫ রান করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে ওপেনার মৌচৈতি দেবনাথ ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫, মামন রবি দাস ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং রুম্পা সিনহা ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে গঙ্গোত্রী ত্রিপুরা (‌২/‌১৫), সুইটি সিনহা (‌২/‌১৮) এবং প্রীয়াঙ্কা আচার্য (‌২/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিরামণি গৌরের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় ধলাই ওয়ারিয়র্স। দলের পক্ষে দেবযানি দেব ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ২২, অম্বিকা দেবনাথ ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রীয়াঙ্কা আচার্য ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্সের পক্ষে হিরামণি (‌৪/‌৯), মামন রবি দাস (‌২/‌৮) এবং রুম্পা সিনহা (‌২/‌১৩) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হিরামণি গৌর।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *