দরং, ১৪ ডিসেম্বর (হি.স.) : দরং জেলার ধুলা পুলিশ থানার অধীনে থাকা পানিয়াখাট গ্রামে আচফুলি বেগম নামের গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে । পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন গৃহবধূর নিকটত্মীয়রা ।
স্বামী টংকো আলি এবং তার পরিবারের লোকেরা পরিকল্পনা করে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর আত্মীয়রা । তাদের অভিযোগ, ধর্মীয় রীতি মেনে বিবাহ হলে বিবাহের পর থেকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা হতো পরিবারের গৃহবধূর সঙ্গে । এক নিকটাত্মীয় জানান, আজ আচফুলি বেগমের মৃত্যু হয়েছে তাদের জানানো হয় । এরপর তারা সঙ্গে সঙ্গে ছুটে যান সেখানে । কিন্তু মৃত্যুকে সহজ ভাবে মানতে নারাজ তারা । ঘটনার তদন্তের জন্য পরে খবর দেওয়া হয় পুলিশে ।
পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মঙলদৈ অসামরিক চিকিৎসালয়ে ।
অন্যদিকে স্বামী টংকো আলী সহ তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গেছে ।

