ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। পাশাপাশি রাজ্য সংস্থার উদ্যোগে দু’দিন ব্যাপী সিলেকশন ট্রায়াল ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর্টিস্টিক পেয়ার যোগাসনে সাব জুনিয়র বালক বিভাগে অর্ঘজিৎ রায় ও ময়ন দেবনাথ জুটি, সাব জুনিয়র বালিকা বিভাগে পারিজাত সাহা ও পরিণীতা রায় জুটি এবং ধৃতি দেবনাথ ও স্নিগ্ধা পাল, জুনিয়র বালক বিভাগে বীরব্রত রায় ও অনুপম দেব জুটি, জুনিয়র বালিকা বিভাগে প্রিয়াংশী সরকার ও সান্তা দেবনাথ জুটি এবং শ্রাবণী দেবনাথ ও প্রতিভা সিনহা জুটি। আর্টিস্টিক সিঙ্গেলস যোগাসনে সাব জুনিয়র বালক বিভাগে শুভ্রদীপ ভৌমিক, তন্ময় সরকার, ময়ন দেবনাথ; সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ, পারিজাত সাহা, অঙ্কিতা দেব; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য, ঋতুরাজ দেবনাথ, বীরব্রত রায়; জুনিয়র বালিকা বিভাগে মৌমিতা গোপ, প্রিয়াংশী সরকার, দীপা নাগ; রিদমিক পেয়ার যোগাসনায় জুনিয়র বালক বিভাগে সায়ন শীল, শঙ্কু সিংহ রায় জুটি, সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ ও অস্মিতা দেবনাথ জুটি; অঙ্কিতা দেব ও পারিজাত সাহা জুটি, জয়শ্রী দাস ও বাবলি দেববর্মা জুটি; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য ও বিজয় পাল জুটি; জুনিয়র বালিকা বিভাগে রিমা বেগম ও মৌমিতা গোপ জুটি; ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল যোগাসনায় সাব জুনিয়র বালক বিভাগে শুভ্রদীপ ভৌমিক, তন্ময় সরকার, নয়ন দাস; সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ, কৃতিকা দত্ত, পরিণীতা রায়; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য, বিজয় পাল, সৌরভ সূত্রধর; জুনিয়র বালিকা বিভাগে রিমা বেগম, পূজা ভট্টাচার্য, শ্রাবণী দেবনাথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। রাজ্য সংস্থার পক্ষ থেকে সচিব সমীর সাহা এ খবর জানিয়েছেন।