BRAKING NEWS

Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২৮৩ জন

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২৮৩ জন। প্রাণ গিয়েছে একজনের। শনিবার এমনটাই জানা গেছে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিশ। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন ২৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১১ হাজার ৭৯০ জন। এদিন প্রাণ গিয়েছে ১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪৮৮ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। আবারও নতুন করে করোনা ভয়াল আকার ধারণ করবে না তো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এই পরিস্থিতিতে সুস্থতাও তেমন সন্তোষজনক নয়। কারণ, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১৮৫ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮৭ হাজার ৯৭ জন। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।

শনিবার রাজ্যজুড়ে ৭ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৬৪ লক্ষ ২১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.৭১ শতাংশ। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা বেশি। ভাইরাসকে ঠেকাতে টিকাকরণও চলছে জোর গতিতে। এদিন ৬৪ হাজার ৫২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১ কোটি ৪৭ লক্ষ ৮৭ হাজার ৪১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *