BRAKING NEWS

President Murmu:প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত অভিযান’ সূচনা করবেন রাষ্ট্রপতি মূর্মু

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : আগামী ৯ সেপ্টেম্বর ‘প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান’ সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ভারত থেকে টিবি নির্মূল করা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুধবার একথা জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এর পাঁচ বছর আগে দেশে টিবি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, মন্ত্রালয় ভারতীর প্রতিমন্ত্রী প্রবীণ পাওয়ার এবং অনেক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য ও জেলা স্বাস্থ্য প্রশাসন, শিল্প, সুশীল সমাজ এবং এনজিওগুলির প্রতিনিধিরাও এই অনলাইন ইভেন্টে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *