মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর(হি.স.): অনুব্রত মন্ডল এবং সৌগত রায় দুই তৃণমূল নেতাকে একযোগে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রবিবার মেদিনীপুরে অনুব্রত প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, অক্সিজেন কম যায়, ‘তাতেই একটা জেলা লুঠ করেছে। পুরোটা গেলে রাজ্যটাই লুঠ করে নিত’। অন্যদিকে সম্প্রতি সৌগত রায়ের ‘পিঠে তাল পড়বে’ নিদানকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘মাস্টারমশাই বলে কেউ ক্ষমা করবেন না। মানুষের মার, দুনিয়ার বার।’
আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। সেই অভিযানকে সামনে রেখে জেলায় জেলায় জোরদার প্রচারে নেমেছে বিজেপি। রবিবার বিকেলে মেদিনীপুরে একটি মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই মিছিল শেষে দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করতে শোনা যায় তৃণমূলের দুই নেতা অনুব্রত মণ্ডল ও সৌগত রায়কে।
এদিন দিলীপ ঘোষ বলেন, “কেষ্ট মণ্ডল মেয়েকে চাকরি দিয়েছেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা দিয়েছে কেন্দ্র। বাংলায় তা সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা মানে সব মেয়েরা আমাদের। তাদের উন্নতির কথা বলছে কেন্দ্র। আর উনি বলছেন, নিজের মেয়েকে বড় কর। উনি বলছেন, না না আমার একটাই মেয়ে। তাই বাড়ির ৩০০ মিটার দূরে প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেছেন। পরীক্ষা দিয়েছেন কি না কেউ জানে না। কবে জয়েন করেছে, কেউ জানেন না। মাস্টাররাও জানেন না। উনি সই করেন না। এই সমৃদ্ধি যোজনা এমন, স্কুলের রেজিস্ট্রার খাতা বাড়ি চলে আসে। ওখানে সই করেন। বেতন পেয়ে যান। যার নামে দু’টো কোম্পানি, বহু মূল্যের সংস্থার মালিক, সেও ৩০ হাজার টাকার মায়া ছাড়েনি।”
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “ওনার মাথায় নাকি অক্সিজেন কম যায়। এত অক্সিজেন কম নিয়ে একটা জেলাকে লুঠ করে নিয়েছে। যদি অক্সিজেন পুরো থাকত তাহলে গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকার করে দিত।”
অন্যদিকে দিলীপের এদিনের বক্তব্যে উঠে আসে সৌগত রায়ের প্রসঙ্গও। নাম না করেই এদিন দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “ডেবরার একজন সমিতির কর্মাধ্যক্ষকে গাছে বেধে জুতোপেটা করা হয়েছে। তাদেরই ক’জন নেতা বলছেন পিঠে তাল পড়বে, খোল পড়বে। নমুনা দেখে রাখুন। তেল মেখে রাখুন। কী যে পড়বে, একটাও বাইরে পড়বে না। মাষ্টারমশাই বলে কেউ ক্ষমা করবে না। চোরেদের সঙ্গে থাকলে সবাইকে দমদম দাওয়াই দেওয়া হবে। ভুলে যাবেন না মানুষের মার দুনিয়ার বার। সেদিন আসছে।”
প্রসঙ্গত সম্প্রতি এক সভায় গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আমার কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। আর মমতা ব্যানার্জির নামে কুৎসা করবেন না। আমাদের ছেলেরা কিন্তু রেগে যায়। রেগে গেলে মানুষের মাথার ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না।”–হিন্দুস্থান সমাচার / কাকলি